লঘু অপরাধে গুরু দণ্ড!


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

লঘু অপরাধে এক ভটভটিচালককে বেধড়ক মারধর করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মান্নান (৫০) নামের ওই ভটভটিচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে ওভারব্রিজের পশ্চিমপাশে এমন ঘটনা ঘটিয়েছেন ঈশ্বরদী রেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের আরেফিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভটভটিচালক মালবোঝাই করে গাড়িটি ঘোরানোর সময় পার্কিং করে রাখা এসআই জুবায়েরের মোটরসাইকেলের সঙ্গে লেগে পড়ে যায়।  

এতে ক্ষিপ্ত হয়ে জুবায়ের আরেফিন ভটভটিচালক মান্নানের ওপর চড়াও হন। কোনো কিছু বুঝে ওঠার আগে রাস্তায় ফেলে মান্নানকে মারধর শুরু করেন। একপর্যায়ে টেনেহিঁচড়ে রেলওয়ে থানায় নিয়ে যান। এ ঘটনা অনেকের চোখের সামনে ঘটলেও কেউ মান্নানকে বাঁচাতে এগিয়ে আসেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের বাড়ি পাকশীর তালতলা এলাকায়। চার সন্তানের বাবা মান্নানের রোজগারেই সংসার চলে।

এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী রেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের আরেফিন বলেন, আমার মোটরসাইকেলের অন্তত তিন হাজার টাকার ক্ষতি হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।