রাজবাড়ীতে আগুনে পুড়ে সর্বশান্ত একটি পরিবার


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৭ মার্চ ২০১৫

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে ৩ টি গরু। এ সময় তার ২ টি বসতঘরও পুড়ে গেছে। এতে সর্বশান্ত হয়ে গেছে তার পরিবার। সোমবার গভীর রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ দেলোয়ার হোসেনের। দেলোয়ার নিমতলা গ্রামের গণি মিয়ার ছেলে। দেলোয়ার হোসেন জানান, সোমবার গভীর রাতে বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়।

এ সময় আগুন দ্রুত বসত ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে গোয়াল ঘরসহ আমার ৩ টি গরু পুড়ে মারা গেছে। বসত ঘরে থাকা নগদ ৭ হাজার টাকা,আসবাবপত্র, জামা কাপড়,বই, খাতাসহ সব পুড়ে গেছে। এখন আমাদেরকে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। রাজবাড়ী ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ ফজলুল হক মন্ডল জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধরণা করা হচ্ছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।