গভীর রাতে ছাত্রলীগের কমিটি ফেসবুকে!


প্রকাশিত: ১২:০১ পিএম, ০৭ জানুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে শুক্রবার (৬ জানুয়ারি) গভীর রাতে তিনটি কলেজ শাখা ছাত্রলীগের কমিটির নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়েছে।

এতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের স্বাক্ষর রয়েছে। তারা নিজেদের ফেসবুক পেজে কমিটিগুলো আপলোড করে বিষয়টির জানান দিয়েছেন। এ নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

এতে দেখা যায়, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সাইফুল ইসলাম শামীম, সহ-সভাপতি হাছানুজ্জামান সৈকত, আবদুর রব নাহিদ, সাধারণ সম্পাদক কামরান হাছান কাউছার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সজীব, উৎসব ইসলাম শিশির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছান শুভ ও শামছুদ্দিন রাহাতকে মনোনীত করা হয়েছে।

এছাড়া রামগঞ্জ সরকারি কলেজে সভাপতি মোরশেদুল আমিন বাবু, সাধারণ সম্পাদক রাকিব হাছান শান্ত এবং দত্তপাড়া ডিগ্রি কলেজে সভাপতি সৈয়দ মেহেদী হাসান বাবুকে ও সাধারণ সম্পাদক এফআই নাছির উদ্দিন আগুনকে মনোনীত করা হয়।

জেলা ছাত্রলীগের এক সাবেক সিনিয়র নেতা বলেন, নেতাকর্মীরা যখন গভীর ঘুমে তখন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি লজ্জাজনক। জেলা সভাপতি ও সম্পাদক তাদের পৃথক ফেসবুক পেজে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে রাত ২টার দিকে কমিটির কথা জানান দিয়েছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, রাতে কমিটিগুলো গঠন করা হয়েছে। ব্যস্ততার কারণে তখন ফেসবুকে আপলোড দেয়া সম্ভব হয়নি। এতে একটু রাতেই প্রচার করা হয়েছে।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।