মির্জাপুরে আ. লীগের কমিটি গঠন


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৭ জানুয়ারি ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলরদের ভোটে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার ডা. শরীফ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব) খন্দকার এম এ হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সেলিম শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার নাঈম হোসেন, মির্জাপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শরীফুল ইসলাম শরিফ প্রমুখ।

সভাপতি পদে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বাহার উদ্দিন মাস্টার ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন আওয়ামী লীগের তিন যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, আলী আজম খান এবং আজহারুল ইসলাম প্রার্থীতা ঘোষণা করেন।

পরে অতিথিরা তাদের মধ্যে থেকে আলোচনার মাধ্যমে একক প্রার্থী হওয়ার জন্য সময় দেন। তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচনের ব্যবস্থা করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির।

বিকেলে ১৫০ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে মো. বাহার উদ্দিন মাস্টার ৫৪ ভোট এবং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নজরুল ইসলাম ৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

এদিকে সাধারণ সম্পাদক পদে তিন যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, আলী আজম খান এবং আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. আক্তার হোসেন ও আলী আজম খান উভয়েই ৫৬ ভোট করে পান। ভোট সমান হলে তাদের সম্মতিতে লটারির মাধ্যমে আলী আজম খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এস এম এরশাদ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।