লক্ষ্মীপুরে মাদকসেবীদের হামলায় আহত ৩
মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতায় করায় লক্ষ্মীপুর তিন যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কয়েক সংঘবদ্ধ মাদকসেবীর বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরজু নামের এক মাদকাসক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (০৭ জানুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের কাউন্সিলর আবুল খায়ের স্বপনের ব্যাক্তিগত কার্যালয়ের সামনে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাঞ্চানগর এলাকার জসিম, মঞ্জুর, আনোয়ার রিপন ও হারুনসহ কয়েক যুবক মাদকসেবন ও ব্যবসা করে আসছে।
সম্প্রতি পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালায়। এতে কয়েক মাদকসেবী ও ব্যবসায়ী মাদক-দ্রব্যসহ গ্রেফতার হয়। ওই এলাকার মেহেরাজ, শামীম ও হিরা পুলিশকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করে।
এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার সময় মাদকাসক্ত জসিম, মঞ্জুর, আনোয়ার রিপন ও হারুন কয়েক অনুসারীদের নিয়ে পুলিশকে সহযোগিতাকারীদের ওপর হামলা চালায়। এতে মেহেরাজ, শামীম ও হিরা আহত হয়। তাদের সদর হাসপাতাল ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতায় করায় মাদকসেবীরা তিন যুবককে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। মাদকের কারণে অপরাধ প্রবণতা বাড়ছে।
এ ব্যাপারে সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে এক যুবকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা চলছে।
কাজল কায়েস/এএম