বিদ্যুৎ পেলো ৩ গ্রামের ৬২১ পরিবার
পাবনার চাটমোহর উপজেলার মাঝগ্রাম, পূর্বটিয়ারতলা, হোগলবাড়িয়া এ তিনটি গ্রামের ৬২১টি পরিবার পেলো বিদ্যুতের আলো।
সোমবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার এমকে, আর আহাম্মদীয়া মাদরাসা মাঠে সুইচ টিপে বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন।
পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ৫নং এলাকা পরিচালক ও সমিতি বোর্ডের সদস্য সচিব মো. মাহতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকৌশলী (আরই) সাইফুর রশিদ খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, সদর থানা পুলিশের (ওসি-তদন্ত) আনোয়ারুল ইসলাম।
এ সময় মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আশরাফ উদ্দিন খাঁন সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একে জামান/এএম/পিআর