জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১০ জানুয়ারি ২০১৭

জমি সংক্রান্ত বিরোধের জেরে নোয়াখালীর চাটখিল উপজেলায় দশঘরিয়া বাজারে পুন্য (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিধানকে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুন্য উপজেলার দশঘরিয়া গ্রামের প্রিয়লাল দাসের ছেলে। চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে দশঘরিয়া বাজারে পুন্য মাছ বিক্রি করছিলেন। এ সময় একই বাড়ির নেপালের ছেলে বিধান এসে ধারাল ছুরি দিয়ে পুন্যকে গলা কেটে হত্যা করে।

পরে আশপাশের অন্য ব্যবসায়ীরা বিধানকে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে বিধানকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি নাসিম উদ্দিন।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।