চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের এসপি


প্রকাশিত: ০২:১৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৭

অপরাধ দমনে সফলতা অর্জন করায় চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় অপরাধ পর্যালোচনা শীর্ষক সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম তার হাতে সম্মাননা পদক তুলে দেন। শ্রেষ্ঠ এসপি হিসেবে সম্মাননা পদক লাভ করায় তাকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, এক সময় অস্ত্রবাজি ও আতঙ্কের জনপদে পরিণত হয় লক্ষ্মীপুর জেলা। বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও উপ-বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়ে জেলাটি।

গত কয়েক বছর ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপতায় সন্ত্রাসীদের পুরোনো হিসেব-নিকেশ পাল্টে যায়।

সবশেষ ২০১৬ সালের ৮ মার্চ পুলিশ সুপার হিসেবে লক্ষ্মীপুরে যোগ দেন আ স ম মাহতাব উদ্দিন। এরপর থেকে তিনি অপরাধ দমনে নেমেছেন। এতে সফলতা অর্জন করায় তাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সম্মাননা দেয়া হয়।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।