লক্ষ্মীপুরে বাহিনী প্রধান জসিমসহ গ্রেফতার ৪


প্রকাশিত: ০২:৪১ এএম, ১২ জানুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী বাহিনীর প্রধান জসিম ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় জসিমের কাছ থেকে দুটি এলজি, একটি বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

একইসঙ্গে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকার কৃষক আব্দুস ছাত্তারকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক নেওয়া দুই লাখ টাকার চেকসহ আরো ৪ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।

বুধবার রাত ১০টার দিকে নিজের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন।

এরআগে দিনভর জেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর থানায় ৬টি মামলা রয়েছে।

এসপি জানান, সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের কৃষক আব্দুর ছাত্তার জমি বিক্রি করে ব্যাংকে টাকা জমা রাখেন। খবর পেয়ে সন্ত্রাসী জসিম ও তার সহযোগীরা বুধবার সকালে ওই কৃষকের ঘরে গিয়ে অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকার চেক আদায় করে।

গোপন সংবাদে ভিত্তিতে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পরে দুপুর ১২টার দিকে জসিমের সহযোগী সিফাত জেলা শহরের এনসিসি ব্যাংক থেকে ওই চেকের টাকা উত্তোলন করতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী নোমান ও মাহবুব নামের জসিমের আরো দুই সহযোগীকে পৃথক স্থান থেকে আটক করে পুলিশ।

পরে সন্ধ্যার দিকে পুলিশ দক্ষিণ হামছাদী এলাকায় অভিযান চালিয়ে জসিমকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি এলজি, একটি বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এছাড়াও একই এলাকার কোহিনুর নামের অপর এক নারীর কাছ থেকে জোরপূর্বক নেয়া ইসলামী ব্যাংকের আরো ৪ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।  

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।