পটুয়াখালীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

পটুয়াখালীতে মাহবুব প্যাদা নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পটুয়াখালী শহরের নিউমার্কেটের সামনের গেটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে মাহাবুব প্যাদাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।

আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক মাহাবুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে বরিশাল নেয়ার পথে লেবুখালী ফেরিঘাটে মাহবুব মারা যায়।
 
পটুয়াখালী শহরের সবুজবাগ ৯নং লেনের বাসিন্দা মো. মাহাবুব প্যাদা পটুয়াখালী কারিগারি কলেজের ছাত্র ছিল।
 
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।