রসরাজ ষড়যন্ত্রের শিকার দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর


প্রকাশিত: ১১:১৬ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার রসরাজ দাস ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস. এম ইউসূফ।

সোমবার দুপুরে রসরাজ দাসের জামিন শুনানি শেষে জেলা জজ আদালতের নিজ কার্যালয়ে জাগো নিউজকে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ঘটনার বিভিন্ন তদন্তে দেখা গেছে রসরাজ ষড়যন্ত্রের শিকার। তার মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড (ধর্মীয় অবমাননার ছবি ছড়ানো) করা সম্ভব নয়। সে ফেসবুক চালাতে জানে না।

যারা এ ধরনের কাজ করে চরিত্র হননের জন্য রসরাজকে ব্যবহার করেছে দেশবাসী যেন তার নিন্দা জানায়। আমরা যেহেতু আইনজীবী সেহেতু আমাদের বলার মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন তদন্ত এবং প্রযুক্তির মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে, রসরাজ ষড়যন্ত্রের শিকার। রসরাজের মামলার মূল নথিপত্রে তার নির্দোষ হওয়ার কিছু কিছু কাগজ রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রবীণ এ আইনজীবী বলেন, রসরাজের গত জামিন শুনানিতে (৩ জানুয়ারি) আমরা তার জামিনের বিরোধীতা করিনি। তবে আমরা পুলিশের প্রতিবেদনসহ অন্যান্য নথিপত্রের জন্য অপেক্ষার কথা বিজ্ঞ আদালতকে জানিয়েছি।

এর আগে সোমবার সকালে জেলা কারাগার থেকে রসরাজ দাসকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। পরে তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালতের বিচারক মো. ইসমাঈল হোসেন পুলিশের পরবর্তী প্রতিবেদন আদালতে দাখিল না হওয়া পর্যন্ত রসরাজ দাসের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় গ্রেফতার হন রসরাজ দাস (৩০)।

পরে ৮ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের জামিনের শুনানি হয়। তবে ওই সময় আদালত রসরাজের জামিন নামঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের পর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।