মুক্তিযোদ্ধা ফারুক হত্যা দিবস পালিত


প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা নিহত ফারুক আহমদ এর ৪র্থ হত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম প্রতিবাদকারী এ নেতার হত্যার দিনটিকে গভীর সম্মান আর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।

দিনটি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচধারণ, নিহতের কবরস্থানে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

বিকেলে খুনিদের ফাঁসির দাবিতে গণমিছিলসহ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নিহতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল।

সকালে নিহতের কবরস্থানে পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর হুমায়ন, আমিনুর রহমান আমিনসহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

এছাড়াও কবরস্থানে নিহতের পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ খুন হন।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।