আঁখি আওয়ামী লীগের কেউ নন


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় কারাগারে থাকা হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমে সংবাদ উপস্থাপনের ধরণের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি দৈনিকে শিরোনাম করা হয়েছে যে, আওয়ামী লীগ নেতা আঁখি ফের রিমান্ডে। বিষয়টি ঠিক নয়, আঁখি আওয়ামী লীগের কেউ নন। আওয়ামী লীগে তার কোনো সদস্য পদও নেই। তবে আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনে তার সদস্য পদ রয়েছে।

তিনি আরও বলেন, আঁখি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন। তবে কোনো সংবাদকে আকর্ষণীয় করতে দলকে খোঁচানো ঠিক নয়।

উল্লেখ্য, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার পর ‘সন্দেহভাজন মূল হোতা’ হিসেবে দেওয়ান আতিকুর রহমান আঁখির নাম ওঠে আসে। এরপরই আঁখিকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে পুলিশ। পরে ৫ জানুয়ারি ভোরে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে আঁখিকে গ্রেফতার করে তাকে হামলা-ভাঙচুরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় রিমান্ডে নেয় পুলিশ।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।