পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীকে খুন


প্রকাশিত: ০৬:০১ এএম, ২২ জানুয়ারি ২০১৭

ঈশ্বরদী পাবনা রোডের ডুলটি বাজারের কাছে পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ী হাফিজকে (৩০) ছুরিকাঘাত করে হত্যা করেছে  সন্ত্রাসীরা।

শনিবার রাতে হাফিজ বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় গতিরোধ করে এ ঘটনা ঘটানো হয়।

হত্যার প্রকৃত রহস্য উদঘাটন না হলেও কেউ কেউ বলছেন অস্ত্রধারী ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যেই হত্যাকাণ্ড করেছে। তবে এটা পারিবারিক দ্বন্দ্বের জের বলে দাবি পুলিশের।

জানা গেছে, ডুলটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাছ ব্যবসায়ী হাফিজ দাশুড়িয়া বাজার থেকে মাছ বিক্রি শেষে ভ্যানচালক আব্বাস আলীকে নিয়ে বাড়ি ফিরছিল। এসময় ডুলটি বাজারের নিকট পৌঁছামাত্র হুন্ডা নিয়ে তিন সন্ত্রাসী তাদের গতিরোধ করে বলে, ‘আমরা পুলিশের লোক’। তোমরা ইয়াবা ব্যবসা করো বলেই হাফিজকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর দ্রুত তাকে ঈশ্বরদী হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, ভ্যানচালক আব্বাস আলী, নিহতের মামা ইউসুব আলী এবং বাবা, চাচার এলোমেলো বক্তব্যে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

তাছাড়া নিহতকে ছুরিকাঘাত করা হলেও তার শরীরে কোনো রক্তের আলামত পাওয়া যায়নি। তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।