নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২২ জানুয়ারি ২০১৭

পটুয়াখালীতে পুলিশ কর্তৃক নির্যাতন, ক্রসফায়ারে হত্যার হুমকি এবং মোটা অংকের চাঁদা দাবির অভিযোগে জসিম উদ্দিন নামে পুলিশের এক উপ-পরির্দশকের (এসআই) বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।  

নির্যাতনের শিকার আব্দুস সালাম হাওলাদার রোববার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালতে ওই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালতে আব্দুস সালাম অভিযোগ করেছেন, ১৫ জানুয়ারি রোববার দুপুরে সালামকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জসীম একটি মামলার আসামি হিসাবে গ্রেফতার করে। গ্রেফতারের পর সালামের কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করে অন্যথায় তাকে নির্যাতন করা হবে বলে হুমকি দেয় জসিম। চাহিদামত টাকা দিতে না পারায় সালামকে চেয়ারের সঙ্গে হাতকড়া দিয়ে বেঁধে নির্যাতন করে জসিম ও কনস্টেবল মামুন।

এরপর ১৬ জানুয়ারি সোমবার দুপুরে ওই তদন্ত কেন্দ্র থেকে সালামকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়। ১৭ জানুয়ারি রাতে জসীম, মামুনসহ চারজনের একটি দল সালামের বাড়ি গিয়ে তাকে বিভিন্ন ধরণের হুমকিসহ ক্রসফায়ারে হত্যার হুমকি দেয় এবং সালামের পরিবারের সদস্যদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসব ঘটনা উল্লেখ করে রোববার ওই মামলা দায়ের করেন আব্দুস সালাম হাওলাদার।

এ ব্যাপারে পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি বিভাগীয় তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদালতে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।