দুই রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ১১:৫৩ এএম, ২২ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

সাতক্ষীরা দেবহাটার উপজেলার ভাতশালা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার ভোরে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ফিরে আসা রাখালরা জানান, শনিবার বিকেলে তারা ভারতে যায় গরু আনতে যায়। গরু নিয়ে ফিরে আসার সময় দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের মোহাম্মদের ছেলে আজিজুল ইসলামকে বিজিবি আটক করে মারধর করে। এসময় আমরা দৌড়ে পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করি।

এ বিষয়ে ভাতশালা বিজিবির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক জানান, বিষয়টি তিনি অবগত নন।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।