বেগমগঞ্জে গুলি ও ককটেলসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭

নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে শাহজাহান (৩০) ও জুয়েল রানা (২৭) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, তিনটি ককটেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে উপজেলার ছয়ানী ইউনিয়নের তালেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শাহজাহান (৩০) ও জুয়েল রানা (২৪)। র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্প সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার ভোরে র‌্যাব সদস্যরা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালেবপুর গ্রামের নুর নবীর বাড়িতে অভিযান চালায়। এ সময় মো. জুয়েল রানাকে গ্রেফতার করে। পরে তার স্বীকরোক্তি মতে ঘরের খাটের নিচ থেকে তিনটি ককটেল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

পরে র‌্যাব সদস্যরা রেজাউল হকের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাজাহানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের নামে অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

মিজানুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।