বিনা টিকিটে ভ্রমণে ৩৯০ ট্রেন যাত্রীকে জরিমানা


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৯০ যাত্রীর কাছ থেকে অন্তত ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন পাকশী রেলওয়ে বিভাগের ম্যানেজার অসীম কুমার তালুকদার।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী ও প্রকৌশলী-২ আসাদুল হক। অভিযানের সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৩৯০ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ৪৪ হাজার ৯০০ টাকা আদায় করা হয়।

আলাউদ্দিন আহমেদ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।