চোখ খুললেই জ্বলবে আল আমিনের আলো


প্রকাশিত: ০৩:২৪ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

শহর বা গ্রামে দিন দিন চুরির সংখ্যা বেড়েই চলছে। তাই ঘরের দরজার নিরাপত্তার জন্য ‘অটো থিপ ডিটেক্টর সিস্টেম’ আবিস্কার করেছেন পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর ইঞ্জি: মো. আল আমিন।

বসতঘরের দরজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল আমিন বেশ কিছু দিন ধরে কাজ করেছেন। এই শিক্ষক চান তার উদ্ভাবিত এ প্রযুক্তি ব্যবহার করে বসতঘর তথা ব্যাংক অফিসে চুরি বন্ধ হোক। আরো চান বিশ্ব জানুক তার এ উদ্ভাবন সম্পর্কে।
 
পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যাডিং মেলায় আল আমিন তার এ নতুন উদ্ভাবন প্রদর্শন করেন। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসি স্কয়ারে চলছে এ মেলা।

নতুন এ প্রযুক্তি সম্পর্কে ইঞ্জি: মো. আল আমিন বলেন, এটাতে মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করা হয়েছে। চোর যদি আসে তবে সে চিহিৃত করবে। বাসা থেকে ১০ মিটারের মধ্যে যদি কোনো চোর থাকে তবে সেটি সিগনাল দিবে। মাইক্রোওয়েভ বাসার চার দিকে থাকবে চোর যখন বাসার চার পাশে ঘোরা ঘুরি করবে তখন অটোমেটিক বাল্ব ও এলার্ম বাজবে। এতে করে চোর সনাক্ত করা খুব সহজ হবে।

Patuakhali
অটো রুম লাইট সম্পর্কে তিনি বলেন, অনেক সময় গভীর রাতে তাৎক্ষণিক লাইট জ্বালানোর সম্ভব হয় না। সে ক্ষেত্রে আমরা একটি অটো লাইট তৈরি করেছি। যেটি মানুষ ঘুম থেকে উঠলেই হাতের স্পর্স ছাড়াই তাৎক্ষণিক জ্বলে উঠবে।

অটো ডে-নাইট ডিটেক্টর সম্পর্কে তিনি বলেন, এর মাধ্যমে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাতের স্পর্স ছাড়াই ঘরের সকল বাল্ব জ্বলে উঠবে। আবার দিনের আলো আসলে সকল বাল্ব বন্ধ হয়ে যাবে।

তার আরও একটি উদ্ভাবন অটো ওয়াটার ট্যাপ ফিল্টার সম্পর্কে তিনি বলেন, আমরা যে ট্যাপ ব্যবহার করি তাতে চাপ অথবা কল ব্যবহার করা লাগে। কিন্তু তার এই অটো ওয়াটার ট্যাপ ফিল্টারে হাতের স্পর্স ছাড়াই গ্লাস পাতার সঙ্গে সঙ্গে পানি পড়বে।

এছাড়া দুর্ঘটনার ঝুঁকি, অটোমেটিক ড্রেনেজ সিস্টেম সুবিধা, কৃষি জমিতে উৎপাদিত ফসল বিক্রয় ও চাহিদা অনুযায়ী সেচ দেয়া, জয়িতাদের হাতে তৈরি বিভিন্ন শোপিচ ও খেলনার নতুন প্রযুক্তি মেলায় প্রদর্শিত হচ্ছে। বৈচিত্রময় নানা ডিজিটাল উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে সরকারি বেসরকারি ও উন্নয়ন সংস্থা হাজির হয়েছে এ ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যাডিং মেলায়।

রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত।

মহিবুল্লাহ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।