টাঙ্গাইলে এনপিপি প্রার্থীর ভোট বর্জন


প্রকাশিত: ১১:১৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

ভোট কারচুপির অভিযোগ ও প্রার্থীকে লাঞ্ছিতের প্রতিবাদে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (আম) নির্বাচন বর্জন করেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মুঠোফোনে জাগো নিউজকে নির্বাচন বর্জনের বিষয়টি জানিয়েছেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কোনো লিখিত আবেদন হাতে পাননি।

উল্লেখ্য, নিউইয়র্কে এক সভায় বিতর্কিত বক্তব্য দিয়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর ২০১৫ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য পদ থেকে আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করেন। এতে শূন্য হয়ে যায় আসনটি।

আরিফ উর রহমান টগর/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।