টাঙ্গাইলে উপনির্বাচন : বাতিল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বাতিল হওয়া ৮নং বল্লভবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাধম চন্দ্র ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজীব আহসানের নির্দেশে বুধবার রাতে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

মামলার পরই কালিহাতী থানা পুলিশ প্রিসাইডিং অফিসারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাধব চন্দ্র ঘোষ এলেঙ্গা শামছুল হক কলেজের প্রভাষক।

মামলার বিবরণে জানা গেছে, ভোটগ্রহণের আগের রাত ৩০ জানুয়ারি দুই হাজার ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়। পরে ৩১ জানুয়ারি ভোটের দিন সকালে খবর পেয়ে বল্লভবাড়ি কেন্দ্রে গিয়ে এর প্রমাণ পায় জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।

এসময় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মাধব চন্দ্র ঘোষের টেবিলের ড্রয়ার থেকে আরও ৯৭৭টি সিল মারা ব্যালট পেপার পাওয়া যায়।

জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম সকালেই ওই কেন্দ্রের ভোট বাতিল বলে ঘোষণা করেন।

তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মাধব চন্দ্র ঘোষ ব্যালট পেপারগুলো যথাযথভাবে হেফাজতে না রেখে দুষ্কৃতকারীদের হাতে তুলে দিয়ে সিল দেয়ায় সহযোগিতা করেছেন।

জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বলেন, প্রিসাইডিং অফিসার গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮৫ অনুচ্ছেদ অনুযায়ী শস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খ. আখেরুজ্জামান জানান, মাধব চন্দ্র ঘোষকে আদালতের মাধ্যমে রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই উপনির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতাসীন প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা) বিপুল ভোটে জয়লাভ করেন।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।