সখীপুর পৌরসভার উপ-নির্বাচন ৬ র্মাচ


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম এ তফসিল ঘোষণা করেন।

গত ২২ অক্টোবর ওই আসনের কাউন্সিলর মো. ওয়াজেদ আলী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। আগামী ৬ র্মাচ ওই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ এবং ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।