গুলি করতে মেয়রকে নিষেধ করেছিলাম : আবুল হাসনাত


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেছেন, শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মেয়র হালিমুল হক মীরুকে আমি বার বার গুলি করতে নিষেধ করেছিলাম। কিন্তু মেয়র পুলিশের নিষেধ সত্ত্বেও একাধিক গুলি ছুড়তে থাকেন।

শনিবার বিকেলে আলাপকালে জাগো নিউজকে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত।

তিনি বলেন, ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগান থেকেই গুলি করা হয়েছে। তার বাড়ি থেকে গুলির খোসা পাওয়া গেছে। ৪৩ রাউন্ড গুলিসহ ওই শটগান জব্দ করেছে পুলিশ।

রাজু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।