সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২


প্রকাশিত: ০৪:২৮ এএম, ০৩ মার্চ ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের হেনা শেখের ছেলে ভ্যানচালক সাইফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের শ্রী পঞ্জের ভৌমিকের ছেলে ভ্যানযাত্রী ও স্কুলছাত্র আকাশ ভৌমিক (১৮)।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুজ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে বগুড়া থেকে একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। ট্রাকটি উল্লাপাড়ার শ্রীকোলার মোড় এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত আরো ৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।