চুরি হওয়া মালামাল উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৪ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে চুরি যাওয়া মালামাল উদ্ধারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে তাড়াশ উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাড়াশ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মৃত মহর আলীর ছেলে আজগর আলী (৪৮), মো. তজিম আলীর ছেলে ছানোয়ার হোসেন (৪৫), মো. আমজাদ হোসেনের স্ত্রী হাফিজা খাতুন (২২), মো. শামসুল আলীর ছেলে আলমসহ (৩৭) আটজন।

তাড়াশ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. মানিক মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গত সপ্তাহে তাড়াশ সদরের মঙ্গলবাড়িয়া বাজারে ছানোয়ার হোসেনের ভ্যারাইটি স্টোর থেকে একটি টিভি, অটোরিকশাসহ মালামাল চুরি হয়।

চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য শোলাপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে আলম হোসেন ছানোয়ারের কাচে ১০ হাজার টাকা দাবি করেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নালীসহ অন্তত আটজন আহত হয়। আহতদের তাড়াশ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা।

এসআই মানিক আরও জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো কোনো মামলা হয়নি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।