দিনাজপুরে ইন্টার্ন চিকিৎসকরদের ধর্মঘট


প্রকাশিত: ০১:০২ পিএম, ০৪ মার্চ ২০১৭

রোগীর সঙ্গে খারাপ আচরণের ঘটনার জেরে বগুড়ায় চারজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকসহ শিক্ষার্থীরা।

শনিবার সকাল থেকে কাজে যোগ দেননি প্রায় দেড়শত ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসক। ফলে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নিয়মিত চিকিৎসকরা।

অপ্রীতিকর ঘটনা ও চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চারজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় স্বাস্থ্য বিভাগ।

এই চারজন ইন্টার্ন চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল ৮টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দেড়শ’ ইন্টার্ন চিকিৎসক।

আদেশ প্রত্যহারের দাবিতে দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।

সংহতি জানিয়ে এতে অংশ নিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, আকস্মিক ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির ফলে রোগীদের সার্বিক তদারকি ব্যবস্থাপত্রসহ দেয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নিয়মিত চিকিৎসকরা।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তৌহিদ আলম জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সরল চন্দ্র রায় জানান, ধর্মঘটের ফলে পরিস্থিতি সামাল দিতে বিভাগীয়সহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। রোগীর সেবায় চিকিৎসা কার্যক্রম সচল রাখতে জরুরি ইউনিট খোলার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ভোগের কথা বিবেচনা করে অতি দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের সমস্যা সমাধান করার জোর দাবি জানিয়েছে রোগী ও স্বজনরা।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।