কমলনগরে মামলা প্রত্যাহারে তরুণীর পরিবারকে হুমকি


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শ্লীলতাহানির শিকার তরুণী ও তার বাবাকে মামলা প্রত্যাহার করে নিতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

আসামি ও তার লোকজনের হুমকির মুখে আতঙ্কে রয়েছে পরিবারটি। রোববার (৫ মার্চ) দুপুরে তরুণীর বাবা নির্মাণ শ্রমিক আবদুল খালেক গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, উপজেলার উত্তর চরলরেন্স গ্রামের আবুল বাশারের ছেলে রনি (২২) দীর্ঘদিন থেকে একই গ্রামের আবদুল খালেকের মেয়েকে (১৯) উত্ত্যক্ত করে আসছিল।

গত ৩১ জানুয়ারি দুপুরে ওই তরুণী করইতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রনি তাকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তার শ্লীলতাহানি করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তরুণীর বাবা আবদুল খালেক জানান, তার মেয়ে সুস্থ হয়ে ১২ ফেব্রুয়ারি রনিকে আসামি করে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর থেকে রনি, তার বাবা আবুল বাশারসহ তাদের লোকজন মামলা প্রত্যাহার করে নিতে হুমকি দিয়ে আসছে। না হয় তাদের ওপর হামলা ও বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত রনির বক্তব্য জানা যায়নি।

কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, শ্লীলতাহানীর ঘটনায় মামলার আসামিরা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলেছে। হুমকি দেয়ার বিষয়টিও আমাকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।