দিনাজপুরে সপ্তাহব্যাপী এসএমই মেলা শুরু


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৫ মার্চ ২০১৭

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে দিনাজপুরের গোর এ শহীদ বড়ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা।

রোববার এসএমই ফাউন্ডেশনের আয়োজনে গোর এ শহীদ বড় ময়দানে এ এসএমই পণ্যমেলা ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

উদ্বোধনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর খায়রুর আলম, পুলিশ সুপার হামিদুল আলম, এসএমই ফাউন্ডেশনের এজিএম আবু মঞ্জুর সাইফ প্রমুখ। এর আগে ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলায় এসে শেষ হয়। মেলায় স্থান পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের ৪০টি স্টল।

মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের পাশাপাশি ঠাকুরগাঁও, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া এবং ঢাকা জেলার কিছু উদ্যোক্তা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। স্টলে পাট, চামড়াজাত. পোশাক, ডিজাইন ফ্যাশনওয়ার, হ্যান্ডিক্রাফ্টস কৃষিজাত গৃহস্থালি, লাইট, ইঞ্জিনিয়ারিংসহ দেশি রকমারি পণ্য স্থান পেয়েছে।

এছাড়া স্বেচ্ছায় রক্তদান, ক্রেতা-বিক্রেতার মিটিং বুথ মিডিয়া কর্নারসহ ব্যাংকের আলাদা স্টল খোলা হয়েছে।
৭ দিনের মেলায় পণ্যবিষয়ক সেমিনার বিনোদনমূলক সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি শ্রেষ্ঠ স্টল এবং শ্রেষ্ঠ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য,  ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের মাধ্যমে টেকসই শিল্পায়ন জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ২০০৭ সালে এসএমই ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

দেশীয় পণ্যের বাজার সৃষ্টি উদ্যোক্তা বাড়ানোর লক্ষে জেলায় জেলায় মেলার আয়োজনের অংশ হিসেবে দিনাজপুরে সপ্তাহব্যাপী ওই মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।