লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৩ শাখা কমিটি গঠন
লক্ষ্মীপুর পৌরসভা, রায়পুর ও কমলনগর উপজেলা শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস কমিটিগুলো অনুমোদন দেন।
দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌর কমিটিতে মেহেদী হাসান বিপুলকে সভাপতি, ইসমাইল হোসেন বাপ্পিকে সহ-সভাপতি, শাহাদাত হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও পিয়াস পাঠানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া পাপেল মাহমুদকে সভাপতি ও তারেক আজিজ জনিকে সাধারণ সম্পাদক করে রায়পুর উপজেলা এবং আবদুস সামাদ রাজুকে সভাপতি ও রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমলনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সংগঠনকে গতিশীল করতে আগামী এক বছরের জন্য ৩টি শাখা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতারা সমন্বয় করে ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
কাজল কায়েস/এএম/জেআইএম