সিরাজগঞ্জে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৬ মার্চ ২০১৭

ফিটনেসবিহীন যানবাহন, ট্রাকের সামনে অবৈধ বাম্পার স্থাপন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছেন সিরাজগঞ্জ ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার বিকেল ৪টা থেকে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সন্দ্বীপ সরকার এই অভিযান পরিচালনা করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, অতিরিক্ত যাত্রীবহন, খড় বোঝাই ট্রাক ও ট্রাকের সামনে অবৈধ বাম্পার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ১১টি যানবাহনকে সাত হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ গাড়ি পার্কিং ও ওভার ট্রেকিংকারীদের সতর্ক করে দেয়া হয়। এর আগে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে অবৈধ ব্যানার ফেস্টুন খুলে ফেলা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।