কাজে যোগ দিয়েছেন বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৬ মার্চ ২০১৭

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ডা. কুতুব উদ্দিন হাসপাতাল চত্বরে সন্ধ্যায় বলেন, অযৌক্তিকভাবে চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পর তা আজ স্থগিত করা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান ইন্টার্ন চিকিৎসকদের দেয়ার পর ধর্মঘট কর্মসূচি তুলে নিয়ে কাজে যোগদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকেই আমরা কাজে যোগ দিচ্ছি। যেহেতু আমাদের আন্দোলনের সঙ্গে আরও বেশ কিছু মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা যোগ দিয়েছিলেন তাই তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে বগুড়া থেকে আমি ধর্মঘটের প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।

তিনি আরও বলেন, চিকিৎসক সমাজ কারও কাছে ক্ষমা চায়নি। এটা আমাদের আন্দোলনের ফসল।

সাংবাদিকরা প্রশ্ন করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে মারপিটের ঘটনার ভিডিও চিত্র দেখা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ২৬ সেকেন্ডের ভিডিও কখনও মূল ঘটনা ছিল না। অর্ধ দিবসের ঘটনায় ছিল মূল ঘটনা। আবেগে হয়তো কিছু হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।