দিনাজপুরে জুয়াড়িদের হামলায় এএসপি-ওসি আহত


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৭ মার্চ ২০১৭

দিনাজপুরের নবাবগঞ্জে জুয়াড়িদের হামলায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজ উজ্জামান আশরাফ ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের করতোয়া নদীর তীরে দীর্ঘদিন থেকেই জুয়ার আসর বসত। সোমবার রাতে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামানসহ একদল পুলিশ সেখানে অভিযান চালাতে যান। রাতে অভিযান চালানোর সময় জুয়াড়িদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর জুয়াড়িরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুলিশের ওপর লাঠিশোটা নিয়ে হামলা চালায়। এতে এএসপি মাহফুজ উজ্জামান আশরাফ, ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। রাতেই আহত পুলিশ সদস্যদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি নবাবগঞ্জ থানায় নয়, পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জের মধ্যে পড়েছে।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।