‘শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন নয়’
২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র এনেছি। এই দেশ কারও জমিদারি চলবে না। ২০ দলীয়জোট নির্বাচন করবে, তবে হাসিনাকে বর্জন করবে। শেখ হাসিনার অধীনে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না।
জাগপা সভাপতি যেকোনো মূল্যে ২০ দলীয়জোটের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, সরকার ২০ দলের ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করছে। বেগম জিয়া সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আপনারা সব সময় সতর্ক থাকবেন যাতে সরকার ষড়যন্ত্র করে ২০ দলীয়জোটের ঐক্য নষ্ট করতে না পারে।
মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী, সুন্দরবন ও ফাজিলপুর ইউনিয়নে পৃথক কয়েকটি স্থানে গণসংযোগ ও ২০ দলীয়জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শফিউল আলম প্রধান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ রকিব উদ্দীন চৌধুরী মুন্না, জেলা জাগপার সভাপতি অ্যাড. মো. নুরুন নবী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান খোকন, চেহেলগাজী ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জেলা জাগপার যুগ্ম সম্পাদক মো. ইশতিয়াকুল আলম, মহিলা জাগপার নেত্রী শাহিনুর বেগম প্রমুখ।
শফিউল আলম প্রধান সকাল সাড়ে ১০টায় চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি ও জাগপা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চেহেলগাজী ইউপি চেয়ারম্যান ও কোতোয়ালি বিএনপির সহ-সভাপতি মো. আনিসুর রহমান বাদশা, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির আলী, সাধারণ সম্পাদক মো. তাজমুল ইসলাম, বিএনপি নেতা মো. ওবায়দুুর রহমান প্রমুখ।
বেলা সাড়ে ১১টায় শফিউল আলম প্রধান সুন্দরবন ইউনিয়নের রামডুবিহাটে পথসভায় বক্তব্য রাখেন। সুন্দরবন ইউপি বিএনপির সভাপতি লাল মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোতোয়ালি বিএনপি যুগ্ম সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, ইউনিয়ন জাগপার সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
বেলা সাড়ে ১২টায় শফিউল আলম প্রধান ফাজিলপুর ইউনিয়নের কয়েকটি স্থানে গণসংযোগ শেষে রানীগঞ্জ বাজার এলজিইডি গোডাউন প্রাঙ্গণে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও জাগপার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় শফিউল আলম প্রধান জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম