শিক্ষকের মারধরে ৩ ছাত্রী হাসপাতালে


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৭ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরে মাদরাসা শিক্ষকের পিটুনিতে আহত তিনছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে চন্দ্রগঞ্জ ন্যাশনাল (প্রা.) হাসপাতাল এবং এসএমকে (প্রা.) হাসপাতালে ভর্তি করা হয়।  

এর আগে সোমবার (০৬ মার্চ) দুপুরে চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইসলামীয়া আলীয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আব্দুল মালেককে শোকজ করা হয়েছে। আহত শিক্ষার্থীরা হচ্ছে, নবম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার, শাহিনুর আক্তার ও জান্নাতুল নাঈমা।

জানা যায়, ঘটনার সময় চরশাহী ইসলামীয়া আলিয়া মাদরাসায় নবম শ্রেণির আরবি ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে কথা বলার অপরাধে শিক্ষক আব্দুল মালেক শিক্ষার্থী ফাহমিদা, শাহিনুর ও নাঈমাসহ আরও কয়েক ছাত্রীকে বেধড়ক মারধর করেন।

এ সময় ৩ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে গ্রাম্য চিকিৎসক ডেকে এনে ব্যথানাশক ইনজেকশন পুশ করা হয়। পরে বাড়িতে তাদের অবস্থার অবনতি ঘটলে অভিভাবকরা ওই তিন ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

আহত ফাহমিদা আক্তারের মা আয়েশা সিদ্দিকা বলেন, শ্রেণিকক্ষে কথা বলার কারণে তাদেরকে বেধড়ক প্রহার করেন। এতে ছাত্রীরা জ্ঞান হারিয়ে ফেলে। এখনো তারা স্বাবাভিাবিক হয়নি। ঘটনায় আহত ছাত্রীদের অভিভাবকরা বিচার দাবি করেন।

এ ব্যাপারে চরশাহী ইসলামীয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও মোহাম্মদ নুরুজ্জামানের নির্দেশে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। বিধি মোতাবেক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।