রংপুরে নিরাপত্তা জোরদার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরকে কেন্দ্র করে রংপুর মহানগরীসহ জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও নিরাপত্তা জোরদারে অংশ নেবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলশ সুপার জয়নুল আবেদীন।
তিনি জানান, জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নাশকতা এড়াতে গুরত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জামায়াত অধ্যুষিত পীরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নগরীর বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।
তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব-১৩ এর সদস্যরাও নগরীসহ জেলার বিভিন্ন উপজেলাতে টহল দিচ্ছে। এছাড়াও পরিস্থিতির ওপর ভিত্তি করে দুই থেকে তিন প্লাটুন বিজিবি সন্ধ্যার পর থেকে গুরত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেবে।
এমএএস/আরআই