বগুড়ায় এসএমই পণ্য মেলা


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৯ মার্চ ২০১৭

বগুড়ায় শুরু হয়েছে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের জিলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়।

বুধবার মেলা উপলক্ষে জিলা স্কুল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে এসে শেষ হয়।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন সিআইপি।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার (টেকনোলজি) প্রকৌশলী খালেদুজ্জামান তালুকদার, নাসিব সভাপতি টি জামান নিকেতা প্রমুখ।

মেলায় রাজশাহী বিভাগের আটটি জেলা ছাড়াও অন্য স্থানের উদ্যোক্তারাও অংশগ্রহণ করছেন। মেলায় ৬০টি স্টল থাকছে।
এসব স্টলে পাটজাত, হ্যান্ডিক্রাফট, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত পণ্যসহ দেশীয় বিভিন্ন পণ্য পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না।

মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেও আয়োজক কমিটি জানিয়েছে।

বগুড়া জেরা প্রশাসন সুত্র জানায়, মেলা চলাকালীন ১৩ মার্চ সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পণ্যের প্রভাব সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। ১৪ মার্চ সমাপনী অনুষ্ঠিত হবে। দেশের ৮টি আঞ্চলিক মেলা শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি জাতীয় এসএমই মেলার আয়োজন করা হবে।  

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।