তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৯ মার্চ ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেছেন, মাদকের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে বাঁচাতে এজন্য যুদ্ধ ঘোষণা করতে হবে। প্রত্যেকটি শিক্ষা-প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। একটি সুন্দর সমাজ গঠনে শেখ হাসিনা তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীদের জ্ঞাননির্ভর রাজনীতি চর্চা ও দেশপ্রেমে এগিয়ে আসতে হবে।

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর মহিলা কলেজ মাঠে জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটওয়ারী প্রমুখ।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।