বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১০ মার্চ ২০১৭

বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শুক্রবার রাত ১০টায় বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম হাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নবাব আলী (৬০) নামে একজন গরু ব্যবসায়ী। নবাব আলী বগুড়ার কাহালু উপজেলার ঢুমের গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার এসআই মাসুদ জানান, বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম হাজীপাড়া এলাকায় বগুড়াগামী এসএস পরিবহন (ঢাকা মেট্রো-১১-০০৩২) নামের একটি যাত্রীবাহী বাস বীরগ্রাম টেকনিক্যাল কলেজের সামনে পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন বাসযাত্রী মারা যান। আহত হয় কমপক্ষে ৩০ জন।

অন্যদিকে এই ঘটনার ২০ মিনিট পর একই সড়কের টেংরামাগুর বাবুরপুকুর বধ্যভূমির সামনে নাটোরগামী একটি মালবোঝাই ট্রাকের (বগুড়া-ট-১১-১৭১৫) সঙ্গে বগুড়াগামী ঝটিকা নামের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-১৪-০৭২৭) মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোন নিহতের ঘটনা না ঘটলেও ১০ জন আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিমন বাসার/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।