স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৯:০২ এএম, ১৩ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সুমন প্রকাশ লিটনের (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ ড. আবুল কাশেম এ রায় দেয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌশলী (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আদালত সূত্রে জানায়, যৌতুকের দাবি ও কারণে অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। স্ত্রীকে মারধর করায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠকও হয়। ২০১৫ সালের ৯ মার্চ রাতে তারা ঘরের একটি রুমে ঘুমিয়ে পড়ে। ভোরে দু’জনের ধস্তাধস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যায় পাশের রুমে থাকা তার বোন পেয়ারা বেগম।

এসময় স্বামী লিটন দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রাশেদার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই আবদুর জাহের বাদী হয়ে কমলনগর থানায় সুমনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।