রাজবাড়ী কিং জুট মিলে আগুনে ১০ কোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৩ মার্চ ২০১৭

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কিং জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে মালিকপক্ষ।

সোমবার বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৩ ঘণ্টারর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কিং জুট মিলেল মালিক অ্যাড. আব্দুল রাজ্জাক লায়ন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও স্টেশনের উপ-সহকারী পরিচালক ফজলুল হক মন্ডল জানান, জুট মিলে আগুন লাগার ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি।

রাজবাড়ী, পাংশা ও কুমারখালীর মোট ৪টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি।

রুবেলুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।