পাবনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার শাহিন গ্রেফতার


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ১৪ মার্চ ২০১৭

পাবনা ও মেহেরেপুর জেলার আঞ্চলিক কমান্ডার মুস্তাফিজুর রহমান শাহিনকে (৪০) গ্রেফতার করেছে পাবনা থানা পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে শহরের কাচারিপাড়াস্থ সাহারা ক্লাব এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন পুলিশ হেড কোয়ার্টারের তালিকাভুক্ত ৩নং শীর্ষ জেএমবি সন্ত্রাসী। সে পাবনা পৌর এলকার এনব্যাংমেন্ট রোড (টিএন্ডটি মহল্লার) অ্যাড. গোলাম মহিউদ্দিনের ছেলে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে যে, শাহিন তার জেএমবি সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে পুলিশের একটি দল কাচারিপাড়াস্থ সাহারা ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

ওসি আরো জানান, শাহিন পুলিশ হেড কোয়ার্টারের শীর্ষ জঙ্গি তালিকার ৩নং শীর্ষ সন্ত্রাসী। সে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় মেহেরপুর জেলার অন্যতম আসামি ছিল। ওই মামলায় সে ৩ বছর ৩ মাস সাজা ভোগ করার পর আবার নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল।

সে পাবনা ও মেহেরপুর জেলার জেএমবির আঞ্চলিক কমান্ডার। পাবনা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবারই তাকে পাবনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

একে জামান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।