কাজিপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাকে জরিমানা


প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৪ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে সিনজেনটা ও পদ্মা কোম্পানির মোড়কে নকল কীটনাশক বাজারজাত করায় এক বিক্রয় প্রতিনিধিকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত কোরবান আলী (৩২) উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মৃত মনির উদ্দিন শেখের ছেলে ও ন্যাচার অ্যান্ড কেয়ার কোম্পানির কাজিপুর উপজেলা বিক্রয় প্রতিনিধি।

সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলার আলমপুর এলাকা থেকে কোরবান আলীকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলার আলমপুরে কোরবান আলী সিনজেনটা ও পদ্মা কোম্পানির মোড়ক লাগিয়ে নকল ভিরপাকো ও ফুরাডান কীটনাশক বিক্রি করছিল। এসময় স্থানীয় জনতা তাকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার মানুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কল্যাণ প্রসাদ পাল ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে যান।

পরে কোরবান আলীকে ৩ কার্টুন নকল কীটনাশকসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।