ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া গৃহশিক্ষক গ্রেফতার


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৫ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজ সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) রংপুরের কাউনিয়া স্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অপরাধে গৃহশিক্ষক জাহাঙ্গীর আলমকে (২২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে তাকে গ্রেফতার ও ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহাঙ্গীর আলম কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি মাঝিড়া বি-ব্লক এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

পাশাপাশি নয়মাইল এলাকার এক কাপড় ব্যবসায়ীর মেয়েকে বাড়ি গিয়ে পড়াতেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী পল্লী উন্নয়ন একাডেমি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাবা মঙ্গলবার রাত ১২টার দিকে শাজাহানপুর থানায় জিডি করেন।

শাহাজানপুর থানা পুলিশের এসআই ফজলুল হক জানান, জিডির সূত্র ধরে বুধবার সকালে জাহাঙ্গীরের পরিচিত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা ছাত্রী ও শিক্ষকের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেন।

বুধবার বিকেল ৩টার দিকে রংপুরের কাউনিয়া স্টেশন থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও তাকে ফুসলিয়ে যাওয়ায় গৃহশিক্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তারা ট্রেনে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল।

তাদের আনতে এক পুলিশ কর্মকর্তা কাউনিয়া গেছেন। স্কুলছাত্রীর পরিবার জানিয়েছে, মেয়ে বাড়ি আসলে তারপর তারা মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।