ভোমরা ইমিগ্রেশন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সোমবার বেলা ১১টার দিকে তিনি চেক পোস্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে খুলনার অতিরিক্ত ডিআইজি (এডমিন অ্যান্ড অপারেশন্স) মো. একরামুল হাবীব, সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি ভোমরা ল্যান্ড পোর্ট উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন। তিনি ভারতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
তাছাড়া পাসপোর্টধারী যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সচেতন হওয়ার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর