ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২০ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপর থেকে ইয়াবাসহ কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন শেখকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানা পুলিশের এএসআই ইনামুল তাকে আটক করে।

আটক ইমন শেখ (১৮) কুমিরা রাঢ়িপাড়া গ্রামের প্রবাসী নজরুল শেখের ছেলে।

পাটকেলঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) উজ্জল জাগো নিউজকে জানান, ইয়াবা ও নেশার সামগ্রীসহ ইমনকে আটক করা হয়েছে।

এদিকে, ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে কতিপয় নেতা।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।