সাতক্ষীরায় ৫২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২০ মার্চ ২০১৭

সাতক্ষীরা সদরের কুলিয়া এলাকায় অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা প্রায় ৫২ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এসব মালামাল জব্দ করা হয়।

৩৮-বিজিবির জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম জানান, হাবিলদার হাবিবুল্লাহ আল বাকীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভারতীয় ২০০টি শাড়ি, ৮২৩টি থ্রি পিচ, ১৭০ বোতল ফেন্সিডিল, ১৪৪ কেজি চা পাতা, ২৫০ কেজি সুপারি একটি বাংলাদেশি ট্রাক আটক করেছে।

আটক মালামালের সিজারমূল্য ৫১ লাখ ৯২ হাজার ৬০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।