শ্যামনগর বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্না গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগর সদরের মুক্তিযোদ্ধা সড়ক থেকে বিএনপি নেতা আশেক এলাহী মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুন্না ইসমাঈলপুর গ্রামের মৃত ইস্রাফিল মাস্টারের ছেলে। তিনি উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার পারভীন ঝর্নার স্বামী।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, আশেক এলাহি মুন্নার বিরুদ্ধে নাশকতা হামলা-মারপিটসহ একাধিক মামলা রয়েছে।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর