নৈশ প্রহরীকে হত্যা করে সোনার দোকান লুট


প্রকাশিত: ০১:০০ পিএম, ২৬ মার্চ ২০১৭

বগুড়ার দুপচাঁচিয়ায় নিউমার্কেটের নৈশ প্রহরী মোজাহার আলীকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করে একটি সোনার দোকানে লুট করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলপি গ্যাসের সিলিন্ডার, একটি অক্সিজেন গ্যাসের সিলিন্ডার, তালাকাটা যন্ত্র ও চাকুসহ ল্যাগেজ ব্যাগ উদ্ধার করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন রাতে দুপচাঁচিয়া নিউমার্কেটে ঢোকার চারটি প্রধান ফটকে তালাবদ্ধ করে নৈশ প্রহরী পাহারা দিতো। মার্কেটের পশ্চিম গেটে সিসি ক্যামেরা ছিল।

তিনতলা মার্কেটের নিচতলা ও দোতলায় বিভিন্ন দোকান এবং দোতালায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা রয়েছে। মার্কেটের তিনতলায় মালিক শামসুদ্দিন আহম্মেদ পরিবার নিয়ে সেখানে থাকেন।

পুলিশের ধারণা, ঘটনার দিন রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা আগে থেকে নিউমার্কেটে অবস্থান নেয়। পরে তারা নৈশ প্রহরী মোজাহার আলীকে শ্বাসরোধ করে হত্যা করে। নিচতলায় মেসার্স মাকসুমা জুয়েলার্সের দোকানের তালা কেটে দোকানে রাখা রূপার তৈরি ৪০ ভরি গহনা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে মার্কেটের পূর্ব গেটের তালা খুলে পালিয়ে যায়।

জুয়েলার্সের মালিক আবু বক্কর ছিদ্দিক জানান, তার দোকানের পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৪০ ভরি রূপার গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে সিন্দুকের তালা খোলার চেষ্টা করে তারা তা ভাঙতে পারেনি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মালামাল জব্দসহ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।