সুনামগঞ্জ ও কুমিল্লার নির্বাচনে জনগণের রায় মেনে নেবে আ.লীগ


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩০ মার্চ ২০১৭

নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুনামগঞ্জ ও কুমিল্লার নির্বাচনে জনগণের দেয়া রায় আওয়ামী লীগ মেনে নেবে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আগামী সংসদ নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ট্রেন মিস করলে জনগণের কাছ থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিকভাবে তাদের দল অস্তিত্বের সংকটে পড়বে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বিজয়ী হলে ভোট সুষ্ঠু হয়েছে, হারলে কারচুপি হয়েছে- এমন মানসিকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনী মাঠে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ২০১৪ সালে নির্বাচনে মিস করেছেন- শেষ সুযোগ হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে। জনগণের রায় মেনে নেব। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও জনগণ ভোট দেবে।

কাজীপুর বিআরডিবি অফিস চত্বরে অনুষ্ঠিত সমবায়ী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মো. শামসুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জ্বল প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।