লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে হত্যার ঘটনায় আটক ৪


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০১ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ভোরে ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ১১টার দিকে স্থানীয় পাটোয়ারির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করে।

নিহত ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও  ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন রহিমা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাই ওমর ফারুককে রাতে বাড়ির অদূরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। ভাই মৃত্যুর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলিম, ইউছুফ ও সজিবসহ অনেকের নাম বলে গেছেন। হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।